বাংলামোটর পুলিশ বক্সে আগুন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪, ০১:১২ পিএম

ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ১ দফা দাবিতে সমর্থন জানিয়ে সমন্বয়কদের ডাকা অসহযোগ আন্দোলনে রাজধানীর বাংলামোটর মোড়ে ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
রবিবার (৪ আগস্ট) দুপুর সোয়া ১২ টার দিকে শাহবাগ থেকে বাংলামোটরের দিকে আসে আন্দোলনকারীদের একটি অংশ। এ সময় পথে পরীবাগ মোড়, ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের সড়কে অগ্নিসংযোগ করে বাংলামোটর পৌঁছে। এরপর তারা রূপায়ন টাওয়ারের সামনের ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেয়।
এই রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীরা বাংলামোটর মোড় অবরোধ করে আছেন। আগুন জলছে পুলিশ বক্সে। এ সময় সব শিক্ষার্থীদের বেশ উত্তেজিত দেখা যায়।
আরো পড়ুন: সাইন্সল্যাবে শিক্ষার্থী-ছাত্রলীগ সংঘর্ষ, ইট-পাটকেল নিক্ষেপ
উল্লেখ্য, শনিবার (৩ আগস্ট) বিকেলে কোনো ধরনের ট্যাক্স প্রদান না করাসহ অসহযোগ আন্দোলন পালন করতে ছাত্র-জনতাকে একদফা নির্দেশনা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। ওইদিন কেন্দ্রীয় শহিদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ থেকে তিনি এ নির্দেশনা দেন।
তিনি বলেন, আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ ও গণসমাবেশ পালন করবো। তবে আঘাত এলে তা প্রতিহত করার সব প্রস্তুতি নিয়ে রাখার আহ্বান রইল।