ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে শিক্ষার্থী-আইনজীবীদের বিক্ষোভ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ০৪:২৯ পিএম

ছবি: ভোরের কাগজ
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (সিএমএম) সামনে কোটাবিরোধী আন্দোলনে নিহতদের হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থী ও আইনজীবীরা।
বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ঢাকা আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। এরপর দুপুর ২ টা ৫০ মিনিটের দিকে তারা ঢাকা সিএমএম আদালতের সামনে মিছিল করেন। এসময় তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
আরো পড়ুন: আহত শিক্ষার্থী দেখতে হাসপাতালে জবি উপাচার্য
এসময় তারা ১০ মিনিটের মতো সিএমএম আদালতের সামনে স্লোগান দিয়ে আবার ঢাকা বারের সামনে গিয়ে মিছিল শেষ করেন। বিক্ষোভ মিছিলে শতাধিক আইনজীবী ও শিক্ষার্থী অংশ নেন। তবে মিছিল করলেও কেউ কোনো বক্তব্য দেন নি।
পরে আওয়ামীপন্থী আইনজীবীরা এসে ঢাকা আইনজীবী সমিতির সামনে শিক্ষার্থীদের বাঁধা দেন। এসময় বাকবিতন্ডা দেখা যায়। তবে কোনো হতাহত হয়নি। পরে তাদের কিছুক্ষণ থেকে মিছিলটি শেষ হয়ে যায়।