×

জাতীয়

মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী

ক্ষয়ক্ষতির হিসাব দিতে সচিবদের নির্দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ক্ষয়ক্ষতির হিসাব দিতে সচিবদের নির্দেশ

ক্ষয়ক্ষতির হিসাব দিতে সচিবদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত

   

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় সরকারি স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের কাছে ক্ষয়ক্ষতির হিসাব চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৯ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সেখানে মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি সব মন্ত্রণালয়ের সচিবরাও উপস্থিত ছিলেন। এ সময় মন্ত্রী ও সচিবদের এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদ সংশ্লিষ্ট বিশ্বস্ত সূত্রে বিষয়টি জানা গেছে।

বৈঠক সূত্র জানায়, সোমবার প্রায় সাড়ে ৩ ঘণ্টা মন্ত্রিসভার বৈঠক হয়। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী চলমান সহিংসতার ঘটনা নিয়ে একটি প্রতিবেদন পেশ করেন। এরপর মন্ত্রীরা কোটা সংস্কার আন্দোলন নিয়ে কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীও মন্ত্রীদের ঢালাওভাবে কথা বলতে বারণ করেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের সঙ্গে নমনীয় আচরণ করতে হবে। তবে শিক্ষার্থীদের মধ্যে কোনো দুষ্কৃতিকারীরা ঢুকে যদি সহিংসতা ঘটাতে চায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এ সময় পরিস্থিতি পুরো অনুকূলে না আসায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কথাই আলোচনা হয়। পাশাপাশি সব সচিবকে প্রধানমন্ত্রী বলে দিয়েছেন, নিজ নিজ মন্ত্রণালয়ের ক্ষয়ক্ষতির হিসাব দ্রুত তাকে জানানোর জন্য।

জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল ভোরের কাগজকে বলেন, মন্ত্রিসভায় দেয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে নতুন কিছু যুক্ত করা হয়নি। গত কদিন ধরে দেশে যা ঘটেছে তাই লিখিত আকারে মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়েছে। সহিংসতার ক্ষয়ক্ষতির হিসাব দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, সহিংসতায় আমার মন্ত্রণালয়ের ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণ করা হয়ে গেছে। কয়েকদিনের মধ্যেই প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দেয়া হবে। মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী কী বলেছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন করে তিনি কিছু বলেননি। আমরা যা বলি গতকাল মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীও তা-ই বলেছেন। অর্থাৎ আন্দোলনে তৃতীয়পক্ষ ঢুকেছে। জামায়াত-শিবির তাণ্ডব চালিয়ে দেশেকে ধ্বংস করতে চাইছে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার দেশব্যাপী শোক পালন করা হবে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরে সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, কোটাবিরোধী আন্দোলন নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে একটি প্রতিবেদন দেয়া হয়েছে। এখানে অন্যান্য মন্ত্রীরাও তাদের পক্ষ থেকে বিস্তারিত তথ্য উপস্থাপন করেছেন, সেসব তথ্য পর্যালোচনা করে মন্ত্রিসভা দুটি সিদ্ধান্ত নিয়েছে।

একটি হলো- ওইদিনের ঘটনায় যারা নিহত হয়েছেন, কোটা আন্দোলন নিয়ে সংঘাতের ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের জন্য একটি শোকপ্রস্তাব গ্রহণ করেছে মন্ত্রিসভা। সেই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে নেয়া হয়েছে। দ্বিতীয়টি হলো, আগামীকাল (মঙ্গলবার) দেশব্যাপী শোক পালন করা হবে। সেই শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করা হবে। মসজিদে দোয়া এবং মন্দির, গির্জা ও প্যাগোডায় প্রার্থনা করা হবে। শোক পালনের সময় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে কিনা এ বিষয়ে মাহবুব হোসেন বলেন, মন্ত্রিসভায় যে সিদ্ধান্ত হয়েছে আমি সেটি আপনাদের জানিয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রী কতজন নিহত হওয়ার তথ্য জানিয়েছেন- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, তিনি গতকাল ১৪৭ জন বলেছিলেন, আজকে (সোমবার) আরো ৩ জন যোগ হয়েছে। তিনি ১৫০ জন নিহত হওয়ার কথা বলেছেন।

আরো পড়ুন: সহিংসতা ও মৃত্যুর ঘটনায় আমরা লজ্জিত: হাইকোর্ট

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App