কোটা আন্দোলন চলাকালে নুরকে ৪ লাখ টাকা দেন এক নেতা : ডিবি প্রধান

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৪, ০৭:৫১ পিএম

ছবি: ভোরের কাগজ
- মেট্রোরেলে হামলার ষড়যন্ত্রেও ভিপি নুর
- ৩ সমন্বয়ককে হেফাজতে নেয়ার কারণ জানালো ডিবি
কোটা সংস্কার আন্দোলন চলাকালে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে এক নেতা ৪ লাখ টাকা দিয়েছেন। সেই টাকা কাকে, কী ভাবে, কি জন্য খরচ করা হয়েছে সেসব বিষয় জানার চেষ্টা করছে গোয়েন্দা শাখার (ডিবি) তদন্ত সংশ্লিষ্টরা।
শনিবার (২৭ জুলাই) দুপুরে মিন্টো রোডের ঢাকা মেট্রোপিলিটন পুলিশের (ডিএমপি) ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাহিনীর অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
এদিকে বনানীর সেতু ভবনে হামলার ঘটনায় হওয়া মামলায় ভিপি নুর কারাগারে রয়েছে। তবে এবার মেট্রোরেলে নাশকতার মামলায় নুরকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। রবিবার তার শুনানির দিন ধার্য করেছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
ডিবি কার্যালয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বলেন, নুরকে আমরা রিমান্ডে নিয়েছিলাম। তার কাছ থেকে অনেক তথ্য পেয়েছি। সেই তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। নুর একটা কথা স্বীকার করেছেন। আন্দোলন চলাকালীন সময়ে একজন নেতা তাকে ৪ লাখ টাকা দিয়েছেন। আমরা সেই নেতাকেও নিয়ে এসেছি। তিনি লাখ-লাখ টাকা কেনো নুরকে দিয়েছেন বলে স্বীকার করেছেন। সেই নেতা কি জন্য নুরকে টাকা দিয়েছেন সেসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোটা আন্দোলনে সমন্বয়কদের সঙ্গে ডিজিটাল যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলেও জানান হারুন অর রশীদ।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি (বিজেপি) ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর ৫ দিনের রিমান্ডে রয়েছেন। তার কাছ থেকেও কিছু বিষয় জানার চেষ্টা করছি।
এদিকে গত শুক্রবার ৫ দিনের রিমান্ড শেষে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে আদালতে হাজির করে পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এর আগে গত ২১ জুলাই তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরমধ্যেই ফের মেট্রোরেলে নাশকতার মামলায় নুরকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। রবিবার তার শুনানির দিন ধার্য করেছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা ডিবির ইন্সপেক্টর আসাদুজ্জামান মুন্সী উল্লেখ করেছেন, রিজভীসহ ৮ হাজতী আসামির নির্দেশে ও ষড়যন্ত্রে অন্যান্য আসামিরা সরকার উৎখাতের জন্য পরিকল্পিতভাবে ধ্বংসাত্মক কার্যক্রম এবং অগ্নিসংযোগ করে সরকারি গুরুত্বপূর্ণ মেট্রোরেল স্টেশনের ব্যাপক ক্ষতি সাধন করেছে। বিভিন্ন প্রযুক্তি বিষয়ক মালামাল লুটপাট করে নিয়ে গেছে, যার ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ কোটি টাকার বেশী।
মামলা তদন্তকালে মামলার ঘটনার সঙ্গে আসামিদের সম্পৃক্ততার প্রত্যক্ষ সাক্ষ্য-প্রমাণও পাওয়া গেছে। এছাড়াও সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামসহ তিনজনকে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে নিজেদের হেফাজতে নেয়ার কারণও জানান ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি বলেন, প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার এই ৩ জনকে আমরা গত শুক্রবার রাতে নিয়ে এসেছি। তারা ফেসবুকে নিরাপত্তাহীনতার কথা বলেছিলেন। তাদের একজনের বাবাও নিরাপত্তাহীনতার কথা বিভিন্ন জায়গায় বলেছেন। তিনি বলেন, আমরা মনে করি আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে কেউ যদি কোথাও নিরাপত্তাহীনতার কথা বলেন, আমাদের দায়িত্ব তাদের সেফটি-সিকিউরিটি দেয়া। তাই তাদের সেফটি-সিকিউরিটি দিচ্ছি।
তিনি বলেন, পাশাপাশি গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও আরো কিছু নেতাদের রিমান্ডে এনে জিজ্ঞাসা করছি। তারা জিজ্ঞাসাবাদে বলেছেন, সমন্বয়কদের সঙ্গে তাদের কথা হয়েছে। তাই অন্যান্য নেতাদের সঙ্গে সমন্বয়কদের কী কথা হয়েছে এগুলো জানার জন্য জিজ্ঞাসাবাদ করবো।