খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

খুলনা ব্যুরো
প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ০১:১২ পিএম

খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ। ছবি: সংগৃহীত
খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটি তাদের দায়িত্বভার গ্রহণ করেছে। খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির আহবায়ক ও মোহনা টিভির খুলনা বিভাগীয় প্রধান, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির আহবায়ক ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগ নবনির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়ন ও খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম জাহিদ হোসেন, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক খুলনা পত্রিকার নির্বাহী সম্পাদক মো. শাহ আলম, খুলনা সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি সাইয়েদুজ্জামান সম্রাট এবং খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও জিটিভির সাংবাদিক শেখ লিয়াকত হোসেন।
আরো পড়ুন: খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটের নির্বাচন অনুষ্ঠিত
উপস্থিত ছিলেন, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির সভাপতি ও এশিয়ান টেলিভিশনের বিভাগীয় প্রধান বাবুল আকতার, সাধারণ সম্পাদক ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক অভিজিৎ পাল, যুগ্ম সম্পাদক ও আনন্দ টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান আমজাদ আলী লিটন, কোষাধ্যক্ষ ও বাংলা টিভির খুলনা প্রতিনিধি তরিকুল ইসলাম ডালিম। তার নতুন কমিটির পক্ষ থেকে দায়িত্ব গ্রহণের পর অফিসিয়াল কাগজপত্র বুঝে নেন ।