×

জাতীয়

কোটা আন্দোলন

হামলায় জড়িতদের আবাসিক হলে ঢুকতে না দেয়ার ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ১১:৩২ পিএম

হামলায় জড়িতদের আবাসিক হলে ঢুকতে না দেয়ার ঘোষণা

ছবি: সংগৃহীত

   

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কোটা সংস্কার আন্দোলনের কর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের আবাসিক হলে ঢুকতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় নাহিদ ইসলাম।

সোমবার (১৫ জুলাই) ঢাবি ক্যাম্পাসে ছাত্রলীগের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় শহীদুল্লাহ আবাসিক হলের সামনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে এমন নির্দেশনা দেয়া হয়।

সমন্বয়ক নাহিদ বলেন, দেশের ইতিহাসে সবচেয়ে লম্বা সময় নিয়ে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। তবে আজ আমাদের ভাই ও বোনদের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত করা হয়েছে। এই হামলার সঙ্গে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের যে সব কর্মী এবং হলের নেতারা জড়িত তাদের প্রতিহত করা হবে। তাদের হলে ঢুকতে দেয়া হবে না। ইতোমধ্যে অমর একুশে, শহীদুল্লাহ ও এফ এইচ হলে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন। আমরা আজকের হামলায় জড়িতদের হলে ঢুকতে দেবো না।

এদিকে ব্রিফিং থেকে আজকের হামলায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাফিলতি তুলে ধরে নিন্দা জানান সমন্বয়ক নাহিদ। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের ওপর হামলার সোগ তৈরি করে দিয়েছে। ট্রাকে করে এসে বহিরাগত এবং টোকাইরা আমাদের ওপর হামলা চালিয়েছে। আমাদের ভাই-বোন ও বন্ধুদের আহত ও রক্তাক্ত করেছেন।

এ ঘটনার প্রতিবাদে, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও কোটা সংস্কারের এক দফা দাবিতে মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৩টায় সারাদেশে বিক্ষোভ-সমাবেশের ঘোষণা দেন এ সমন্বয়ক। আন্দোলনে দেশের সবাইকে সম্পৃক্ত করতে সারাদেশের আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ‘আজ ইতিহাসের অন্যতম মর্মান্তিক দিন। পরিকল্পিতভাবে বগিরাগত ও অছাত্র এনে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়েছে। মেয়েরা আহত হলো। মোট দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এদের মধ্যে ২৫ জনের বেশি শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক।’

এর আগে, রাত সাড়ে ৯টার দিকে শহীদ মিনারে গিয়ে সংবাদ সম্মেলনের চেষ্টা চালান আন্দোলনকারীরা। তবে পুলিশি বাধায় তারা শহীদুল্লাহ আবাসিক হলের সামনে সংবাদ সম্মেলন করেন।     

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App