শাবিপ্রবি
পুলিশি বাধা উপেক্ষা করে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ০৫:২৮ পিএম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুলিশি বাধা উপেক্ষা করে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেছেন।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল সোয়া ৪টায় ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এসময় পুলিশ বাধা দিলেও সেটি উপেক্ষা করে সড়ক দখলে নিয়েছেন আন্দোলনকারীরা।
বিক্ষোভ চলাকালীন সময়ে কোটা বাতিলের দাবিতে 'কোটা না মেধা, মেধা মেধা', 'আপোস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম', 'দালালি না রাজপথ, রাজপথ রাজপথ', 'সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে', 'মেধা হত্যার অপর নাম, কোটা প্রথার জয়গান', 'মুক্তিযুদ্ধের চেতনা, কোটা প্রথা মানে না', 'চলছে দাবি চলবে, কোটার শিকড় জ্বলবে' ইত্যাদি স্লোগান দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থী ও শাবিপ্রবির সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছি। পুলিশ বধা দিয়েছে। আমাদের আঘাত করেছে। আমরা আঘাতপ্রাপ্ত হয়েও শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের দাবি মানতেই হবে। না হলে আন্দোলন চলবে।
আরো পড়ুন : পুলিশের সঙ্গে কুবি শিক্ষার্থীদের তুমুল সংঘর্ষ, আহত ২০
আরো পড়ুন : কোটা সংস্কার আন্দোলনে পুলিশের বাধা