গাড়ি থামিয়ে মামলা, শাস্তি পেলেন সার্জেন্ট

কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৪, ০৫:১৫ পিএম

ছবি: সংগৃহীত
গত ২২ জুন রাজধানীর বঙ্গবন্ধু স্কয়ার এলাকায় মতিঝিল ট্র্যাফিক জোনে কর্মরত সার্জেন্ট মুহাম্মদ নাঈম গত ২২ জুন একটি গাড়ির বিরুদ্ধে মামলা করেন। নিয়ম অনুযায়ী মামলার ডকুমেন্ট প্রসিকিউশন শাখায় জমা দেয়ার নির্দেশ থাকলেও তিনি তা দেননি। যার কারণে তাকে লঘুদণ্ড হিসেবে ‘১০ দিনের বেতনের সমপরিমাণ অর্থ কর্তন’ করে শাস্তি দেয়া হয়েছে।
সোমবার (৮ জুলাই) এক আদেশে তাকে এ সাজা দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ট্র্যাফিক) মতিঝিল বিভাগ।
আরো পড়ুন: স্বাস্থ্যের সাবেক ডিজি ও সাবরিনাসহ ৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা
আদেশে বলা হয়, মতিঝিল ট্র্যাফিক জোনে কর্মরত সার্জেন্ট মুহাম্মদ নাঈম, গত ২২ জুন বঙ্গবন্ধু স্কয়ারে ডিউটি চলাকালীন ঢাকা মেট্রো-৮-১৩-৭৫৪৪ নং গাড়ির বিরুদ্ধে মামলা করেন। নিয়ম অনুযায়ী মামলার ডকুমেন্ট প্রসিকিউশন শাখা, ট্র্যাফিক মতিঝিল বিভাগ, ডিএমপি, ঢাকায় জমা দেয়ার নির্দেশ থাকলেও অদ্যাবধি তিনি তা প্রদান করেননি। এ সংক্রান্ত ইতোপূর্বে প্রেরিত নির্দেশনাও অনুসরণ করেননি।
আদেশে আরো বলা হয়, গাড়ির মালিক ৮ জুলাই মামলা নিষ্পত্তি করতে আসলে তাকে দীর্ঘ সময় ট্র্যাফিক অফিসে অপেক্ষা করতে হয়। এসব কার্যকলাপ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (অধস্তন কর্মকর্তাদের শৃঙ্খলা ও আপীল) বিধিমালা-২০০৬ এর ৩ (ক) উপবিধি মতে কর্তব্য অবহেলা ও শৃঙ্খলা পরিপন্থি কাজের শামিল বিধায় একই বিধিমালার ৪ (ক) (২) উপবিধি মোতাবেক তাকে লঘুদণ্ড হিসেবে ‘১০ দিনের বেতনের সমপরিমাণ অর্থ কর্তন’ করা হলো।