গুলশান-বারিধারায় লোডশেডিং দিতে বললেন প্রধানমন্ত্রী

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুন ২০২৪, ০৮:২৭ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বড়লোকদের এলাকায় লোডশেডিং দেয়ার কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, বিদ্যুত নিয়ে অনেক কথা। যে বিশেষ আইন করেছি সেটা নিয়েও সমালোচনা শুনছি। আমার প্রশ্ন হচ্ছে এই বিশেষ আইন যদি না করতাম। বিদ্যুত উৎপাদন কেন্দ্র নির্মাণ না করলে আজকে বিদ্যুতটা আসতো থেকে? আমরা ৩০ হাজার মেগাওয়াট বিদ্যুত উৎপাদনের সক্ষমতা অর্জন করেছি। ভবিষ্যতে বিদ্যুত যাতে পরিবেশ বান্ধব হয় আমরা সেদিকে দৃষ্টি দিয়েছি। নেপাল ও ভারত থেকে বিদ্যুত আমদানীর উদ্যোগ নিয়েছি।
শনিবার ( ২৯ জুন) সংসদে প্রধানমন্ত্রী বলেন, লোডশেডিং! আমি বলে দিয়েছি আমার গ্রামে লোডশেডিং যেন না দেয়। গুলশান, বানানী, বারিধারা, এসব বড়লোকদের এলাকায় ২ হাজার মেগাওয়াট লোডশেডিং দিয়ে তাদের মনে করিয়ে দিতে হবে এখন এয়ার কন্ডিশন, গাড়ি, লিফস ইত্যাদি আরাম-আয়েশটা এটা যে আসমান থেকে পড়েনি। এটা আমাদের করা সেটা মনে করিয়ে দেয়ার জন্য অন্তত লোডশেডিং বিত্তশালীদের দিতে হবে। এই ব্যবস্থাটা আমরা করবো।
আরো পড়ুন: