প্রধানমন্ত্রী
চট্টগ্রামসহ প্রতিটি বিভাগীয় শহরে মেট্রোরেল

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুন ২০২৪, ০৬:২৫ পিএম

ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, প্রতিটি বিভাগীয় শহরে মেট্রোরেল হবে।
শনিবার (২৯ জুন) জাতীয় সংসদের অধিবেশনে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি একথা জানান। এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।
আরো পড়ুন: শেখ হাসিনা দুর্নীতিবাজদের ছাড় দেবেন না: ওবায়দুল কাদের
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলছে, যাতে প্রতিদিন প্রায় ২ লাখ ৪০ হাজার যাত্রী যাতয়াত করছে। বিশেষ করে মেয়েদের জন্য মেট্রোরেল একটা নিরাপদ যান হিসেবে পরিগনিত হয়েছে। এই মেট্রোরেল চালু হবার পরে ঢাকার যানজট অনেকাংশে কিন্তু কমেছে।
তিনি বলেন, রাজধানীর যানজট সহনশীল করার জন্য আমরা ঢাকা মাস ট্রানজিট তৈরি করেছি, এর মাধ্যমে ৬ টা রুটে মেট্রোরেল নির্মাণ করা হচ্ছে, ১টি তো হয়েই গেছে। ইতোমধ্যে আমরা চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণের জন্য সার্ভে করছি। আমি থাকতে থাকতে প্রতিটি বিভাগীয় শহরে আমি মেট্রোরেল হেড কোয়াটারের সঙ্গে সংযুক্ত করে দিয়ে যাবো। যাতে দেশের মানুষ দ্রুততম সময় যানজট মুক্ত হয়ে চলাচল করতে পারে।