এমপি আনার হত্যাকাণ্ড : দুই আসামি ৬ দিনের রিমান্ডে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ জুন ২০২৪, ০৩:৩৫ পিএম

ছবি: ভোরের কাগজ
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় গ্রেপ্তার আসামি মোস্তাফিজুর রহমান ও ফয়সাল আলীর ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ জুন) আসামিদের আদালতে হাজির করে ডিবি। এরপর মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার মাহফুজুর রহমান তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহের আদালত এ আদেশ দেন।
এছাড়া এ মামলায় গত ৩ জুন সেলেষ্টি রহমান ও ৪ জুন ফয়সাল আলী সাজী ওরফে তানভীর ভূঁইয়া আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দী দেন। আনার হত্যার ঘটনায় গ্রেপ্তার এই তিন আসামির দুই দফায় ১৩ দিনের রিমান্ডে নেয়া হয়।
এছাড়া ১৩ জুন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে গত ২২ মে শেরেবাংলা নগর থানায় নিহত সংসদ সদস্যের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বাদী হয়ে অপহরণ মামলাটি দায়ের করেন। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৪ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
গত ১২ মে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম কলকাতায় যান। পরদিন কলকাতার নিউ টাউন এলাকার সঞ্জিভা গার্ডেনসের একটি ফ্ল্যাটে তাকে খুন করা হয়।
ওই ফ্ল্যাটের সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে কলকাতা পুলিশ বাংলাদেশ পুলিশকে এ তথ্য জানায়। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আনোয়ারুল আজীমকে হত্যার পর তার লাশ টুকরা টুকরা করে ব্যাগে ভরে সরানো হয়।
২২ মে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেন, এমপি আনারকে কলকাতার এক বাড়িতে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।