নবনির্বাচিত চেয়ারম্যানসহ ২০ জনের বিরুদ্ধে মামলা

মধ্যনগর (সুুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুন ২০২৪, ১০:২৮ এএম

ছবি : সংগৃহীত
সুুনামগঞ্জের মধ্যনগরে উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ভূঁইয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (২৬ জুন) দুপুরে পরাজিত প্রার্থী সাইদুর রহমানের ছেলে আইনজীবী আরিফুর রহমান ঝিনুক বাদী হয়ে ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন। নবনির্বাচিত চেয়ারম্যানসহ ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০/১২ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়।
বাদীপক্ষের আইনজীবী সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি তৈয়বুর রহমান বলেন, রাজ্জাক ভুঁইয়ার বিরুদ্ধে নির্বাচন আচরণবিধি ভঙ্গের অভিযোগ দেওয়ায় পূর্বপরিকল্পিভাবে সাইদুর রহমান ও তাঁর লোকজনের ওপর হামলা করা হয়েছে। আদালত তাদের এজাহার আমলে নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মধ্যনগর থানাকে নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য গত ৭ জুন বিকেলে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের দাতিয়াপাড়া গ্রামে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ভূঁইয়া ও প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী সাইদুর রহমানের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডার জেরে সহিংসতার ঘটনা ঘটে। এতে সাইদুর রহমান, তার ছেলে আইনজীবী আরিফুর রহমান ঝিনুক ও আব্দুর রাজ্জাক ভূঁইয়ার নাতি বাসেত ভূঁইয়াসহ অন্তত ১২ জন আহত হয়।
আরো পড়ুন : আল আমিন হত্যা মামলার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
হামলার পরদিন রাজ্জাক ভূঁইয়ার ভাতিজা আজিম মাহমুদ সাইদুর রহমানসহ ১৭ জনের নাম উল্লেখ করে মধ্যনগর থানায় একটি মামলা দায়ের করেন।
এই মামলায় আগাম জামিন চেয়ে উচ্চ আদালতে গেলে আদালত সাইদুর রহমান, আরিফুর রহমান ঝিনুক, আজিজুর রহমান, কামাল মিয়া ও আয়নাল হককে আগামী ৬ সপ্তাহ গ্রেপ্তার বা হয়রানি না করতে পুলিশকে নির্দেশ দেন এবং এই ৫ জনকে এই সময়ের মধ্যে নিম্ন আদালতে হাজির হতে নির্দেশ দেন। বাকী আসামিরা নিম্ন আদালতে জামিন পান।
এছাড়া সংঘর্ষের এ ঘটনায় আহত সাইদুর রহমান ও তার পরিবারের সুরক্ষা, হামলা, মামলা ও পুলিশের পক্ষপাতিত্বমূলক ভূমিকার বিচার বিভাগীয় তদন্তের দাবিতে ‘সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন, সিলেট’ এর ব্যানারে গত ১০ জুন বিকাল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিক ও সুশীল সমাজ অবস্থান নেন। একই দিনে (১০ জুন) সকালে সুুনামগঞ্জে জেলা বারের আইনজীবীদের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ওই দিনেই (১০ জুন) সাইদুর রহমানের ছেলে মাসুকুর রহমান সহিসংতার ঘটনায় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিতভাবে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে মধ্যনগরের নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করে নির্বাচন কমিশনকে অবহিত করার নির্দেশ দেন ইসি। গত ১০ জুন বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান এই নির্দেশ দিয়েছেন।
উক্ত নির্দেশনার অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব {ঢাকা (সকল)}, সিলেট বিভাগীয় কমিশনার, সুনামগঞ্জ জেলা প্রশাসক, সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সুনামগঞ্জের পুলিশ সুপার, সুনামগঞ্জ নির্বাচন অফিস, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও রিটার্নিং অফিসার, মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার, প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব’র একান্ত সচিব, মধ্যনগর উপজেলা নির্বাচন অফিসার ও মধ্যনগর থানার অফিসার ইনচার্জের কাছে পাঠানো হয়েছে।
এদিকে সংঘর্ষের এ ঘটনায় গত ১১ জুন নব-নির্বাচিত উপজেলা চোয়ারম্যান আব্দুর রাজ্জাক ভূঁইয়াও মধ্যনগর উপজেলা সদরে মানববন্ধন করে দাবি করেন, পরাজয় মেনে না নিতে পেরে সাইদুর রহমানের নির্দেশে সহিংসতার ঘটনা ঘটেছে। উল্লেখ্য, আব্দুর রাজ্জাক ভূঁইয়া রংপুর রেঞ্জ পুলিশের বর্তমান ডিআইজি (অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) আব্দুল বাতেনের আপন বড় ভাই।