×

জাতীয়

আজিজের দুই ভাইয়ের এনআইডি তদন্তে সময় বাড়লো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৪, ০৫:৪৫ পিএম

আজিজের দুই ভাইয়ের এনআইডি তদন্তে সময় বাড়লো

আজিজের দুই ভাইয়ের এনআইডি তদন্তে সময় বাড়লো। ছবি: সংগৃহীত

   

নির্বাচন কমিশন (ইসি) সচিব শফিউল আজিম বলেন, সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের দুই ভাইয়ের জাতীয় পরিচয়পত্র জালিয়াতির অভিযোগ তদন্তে কমিটির কাজ শেষ হতে আরো দুই সপ্তাহ সময় লাগবে।

বুধবার (২৬ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। নারায়ণগঞ্জের কাঞ্চনপুর ও বরিশালের গৌরনদী পৌরসভায় অনুষ্ঠিত নির্বাচন বিষয়ে গণমাধ্যমকে জানাতে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

সাবেক সেনাপ্রধানের ভাইদের জাতীয় পরিচয়পত্রের জালিয়াতি বিষয়ে ইসি সচিব বলেন, সেনাপ্রধান আজিজের দুই ভাইয়ের জাতীয় পরিচয়পত্র জালিয়াতির ঘটনায় ইসির যুগ্মসচিবের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। ঘটনায় কারা সম্পৃক্ত, তা খুঁজে বের করতে কাজ করছে কমিটি।

এ সময় নিখুঁতভাবে তদন্ত সম্পন্ন হওয়ার জন্য আরো দুই সপ্তাহ সময় প্রয়োজন জানিয়ে ইসি সচিব বলেন, তদন্তে যারা দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

জানা যায়, আজিজ আহমেদের দুই ভাই হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ (জোসেফ) নিজেদের নামের পাশাপাশি বাবা-মায়ের নামও পরিবর্তন করেন। হারিছ আহমেদ তার নাম পরিবর্তন করে হন মোহাম্মদ হাসান, এবং জোসেফ নাম পরিবর্তন করে হন তানভীর আহমেদ তানজীল। তাদের এনআইডির তথ্য পরিবর্তনে আজিজ আহমেদ প্রভাব দেখিয়ে সুপারিশ করেন বলে অভিযোগ রয়েছে। 

২০১৮ সালের জুন থেকে ২০২১ সালের জুন পর্যন্ত মোট ৩ বছর বাংলাদেশের সেনাপ্রধান ছিলেন আজিজ আহমেদ। এর আগে ৪ বছর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) প্রধান ছিলেন তিনি।

উল্লেখ্য, দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গত ২১ মে আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।

আরো পড়ুন: কারাগার থেকে যেভাবে পালিয়েছিলেন ফাঁসির ৪ আসামি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App