রেলওয়ে স্টেশন ম্যানেজারকে দেখতে হাসপাতালে রেলমন্ত্রী

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২২ জুন ২০২৪, ০৪:১৬ পিএম

ছবি: ভোরের কাগজ
কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ারকে দেখতে হাসপাতালে গেলেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম।
শনিবার (২২ জুন) দুপুর সাড়ে ১২টায় জিল্লুল হাকিম গ্রীন লাইফ হাসপাতালে তাকে দেখতে যান। এ সময় মন্ত্রী তার চিকিৎসার খোঁজ-খবর নেন, ডাক্তারদের সঙ্গে কথা বলেন ও দ্রুত সুস্থতা কামনা করেন।
আরো পড়ুন: ৭৫ বছরের আওয়ামী লীগের চ্যালেঞ্জ সাম্প্রদায়িক শক্তি : কাদের
মন্ত্রী বলেন, "ঈদ যাত্রাকে সফল করার জন্য উনার কর্মতৎপরতার ছিলো প্রশংসনীয় এবং আশা করছি খুব দ্রুতই তিনি তার কর্মক্ষেত্রে ফিরে যেতে পারবেন।"
মন্ত্রী আরো জানান, "উনার অবস্থা আগের চেয়ে ভালো রয়েছে। আমি সার্বক্ষণিক খোঁজখবর রাখছি। যেকোনো প্রয়োজনে তার পাশে আছি।"
প্রসঙ্গত, হৃদরোগে আক্রান্ত হয়ে মাসুদ সারওয়ার বেশ কয়েকদিন যাবৎ রাজধানীর গ্রীন রোডের গ্রীন লাইফ হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন আছেন।