ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ জুন ২০২৪, ০৩:১১ পিএম

ছবি : সংগৃহীত
ঈদযাত্রায় টাঙ্গাইলে মহাসড়কে প্রায় ১০ ঘণ্টা পর যানজট ও পরিবহন চলাচলে ধীরগতির অবসান হয়েছে। এর আগে, ভোর থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থেকে এলেঙ্গা পর্যন্ত ১৪ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। অতিরিক্ত যানবাহনের চাপ ও বঙ্গবন্ধু সেতুতে রাতে একাধিকবার টোল আদায় কার্যক্রম বন্ধ থাকার কারণে রাত ১টার পর এ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বলে জানান সংশ্লিষ্টরা।
শনিবার (১৫) সকাল ১০টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা হতে সেতু টোলপ্লাজা পর্যন্ত ১৩ কিলোমিটার অংশে কোথাও যানজট আবার কোথাও ধীরগতির সৃষ্টি হয়। এরপর বেলা সাড়ে ১১টার পর মহাসড়ক স্বাভাবিক হয়। এখনো বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা হতে সেতুর টোল প্লাজা পর্যন্ত পরিবহনের ধীরগতি রয়েছে। তবে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জানান, মহাসড়কে গাড়ির টান শুরু হয়েছে। বর্তমানে স্বাভাবিক গতিতেই যানবাহন চলাচল করছে।
আরো পড়ুন : বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় যত
বঙ্গবন্ধু সেতু সূত্র জানায়, স্বাভাবিক সময়ে ২৪ ঘণ্টায় ১৮ থেকে ২০ হাজার যানবাহন সেতু পারাপার করে। ঈদ যাত্রাকে কেন্দ্র করে তা বাড়তে থাকে। গত ২৪ ঘণ্টায় ৫৩ হাজার ৭০৮টি যানবাহন পারাপার করেছে বঙ্গবন্ধু সেতু। সেখান থেকে টোল আদায় হয়েছে ৩ কোটি ৮০ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা। যা এবারের ঈদ যাত্রায় সর্বোচ্চ।
গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২ টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে ৩৩ হাজার ২৫টি যানবাহন পারাপার হয়। এ থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৬ লাখ ৪০ হাজার টাকা। সেতুর পশ্চিম প্রান্তে ২০ হাজার ৬৮৩ টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৭৪ লাখ ২৩ হাজার ৪০০ টাকা।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান বলেন, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ভোর রাতে যানবাহন বিকল ও টোল প্লাজা কয়েকবার বন্ধ থাকার কারণে এ যানজটের সৃষ্টি হয়। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাভাবিক হয়।