ভোরের কাগজ গোলটেবিল বৈঠক
ভারত-বাংলাদেশ সম্পর্ক ৩৬০ ডিগ্রিতে রূপান্তরিত হয়েছে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৪ জুন ২০২৪, ০২:১৬ পিএম

ভোরের কাগজ আয়োজিত গোলটেবিল বৈঠক।
ভারতের টেলিগ্রাফের হেড অব পলিটিক্যাল এফেয়ার্স দেবদীপ পুরোহিত বলেছেন, ভারত-বাংলাদেশের সম্পর্ক বিভিন্ন মানুষ বিভিন্নভাবে দেখে। এরই মধ্যে ভারতের কাছে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ। এদেশের সঙ্গে দেশটির সম্পর্ক এখন ৩৬০ ডিগ্রিতে রূপান্তরিত হয়েছে।
শুক্রবার (১৪ জুন) সকালে ঢাকায় ভোরের কাগজের কনফারেন্স রুমে গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। আয়োজিত বৈঠকে কলকাতা থেকে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
দেবদীপ পুরোহিত বলেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে তিস্তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। যখন তিস্তার জল ভাগাভাগির কথা উঠে, তখন প্রশ্ন আসে, সেচের লক্ষ্য কীভাবে পূরণ হবে। কারণ, শুকনা মৌসুমে তো নদীতে জল থাকে না। তিস্তায় পর্যাপ্ত জল না থাকায় দুটো দেশ কীভাবে তিস্তাকে ব্যবহার করবে, তা নিয়ে নতুন ভাবনা-চিন্তা করতে হবে। সব মিলিয়ে তিস্তাকে বাঁচাতে হবে। এ নিয়ে বিভিন্ন রকমের প্রস্তাবও আছে। চায়নাও প্রস্তাব দিয়েছে। ভারতও প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ কার সঙ্গে যাবে এটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই।
আরো পড়ুন : ভারতীয় চিকিৎসাসেবা বিকেন্দ্রিকীকরণ দরকার : অধ্যাপক সাহাব আনাম
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ৩৬০ ডিগ্রিতে রূপান্তরিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে এসে বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবানী, কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধী, রাজীব গান্ধী ও প্রিয়াংকা গান্ধীর সঙ্গে দেখা করেছেন। সেদিন সেই দেখার একটি ছবি রাহুল গান্ধী সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। সেই ছবি ভীষণ ভাইরাল হয়েছে। এতেই বুঝা যায় দুই দেশের মধ্যে সম্পর্কের সোনালী অধ্যায় চলছে। কলকাতার সঙ্গে বাংলাদেশের অন্যরকম সম্পর্ক। সেই সম্পর্ক পরের ধাপে নিতে গেলে কিছু ‘প্রেগনিজম’ দরকার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত ও কূটনীতিক মুন্সি ফয়েজ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সাহাব আনাম খান, ভারত থেকে অনলাইনে যুক্ত হন প্রেসক্লাব অব ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ী, ডিপ্লোম্যাটিক করেসপনডেন্ট অব বাংলাদেশ (ডিক্যাব) সভাপতি নুরুল ইসলাম হাসিব ও ঢাকা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার শেখ শাহরিয়ার জামান প্রমুখ।
‘বাংলাদেশ ভারতের নতুন সরকার : সম্পর্ক উন্নয়নে নতুন দিগন্তের নতুন সূচনা’ শীর্ষক গোল টেবিল বৈঠক সঞ্চালনা করেন ভোরের কাগজ সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য শাহরিয়ার আলম।
আলোচনায় অংশ নেন- সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী, সাবেক
রাষ্ট্রদূত ও কূটনীতিক মুন্সি ফয়েজ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ, জাহাঙ্গীরনগর
বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সাহাব আনাম খান, ভারত
থেকে অনলাইনে যুক্ত হন প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ী,
ডিপ্লোম্যাটিক
করেসপনডেন্ট অব বাংলাদেশ (ডিক্যাব) সভাপতি নুরুল ইসলাম হাসিব এবং ঢাকা
ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার শেখ শাহরিয়ার জামান প্রমুখ।