যেখানে ঘটনা ঘটে সাধারণত সেখানেই তদন্ত হয়: ডিএমপি কমিশনার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৭ জুন ২০২৪, ০১:৫৯ পিএম

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন ডিএমপি প্রধান
যেখানে ঘটনা সংঘটিত হয় সেখানেই তদন্ত হয়। এটি একটি সেট রুল। তবে আমরাও তদন্ত করছি, ভারতও তদন্ত করছে। এক পর্যায়ে সিদ্ধান্ত নিয়ে যেকোনো জায়গায় এই বিচারটি হতে পারে।
শুক্রবার (৭ জুন) ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার বিষয়ের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
ডিএমপি প্রধান বলেন, ভারতের পশ্চিমবঙ্গে নৃশংসভাবে খুন হওয়া বাংলাদেশী সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার অপর এক আসামীকে নেপাল থেকে গ্রেপ্তার করেছে কোলকাতা সিআইডি। যদিও এ সময় গ্রেপ্তারকৃতর নাম বলেন নি তিনি। যদিও ডিবি সূত্রে জানা গেছে, আসামির নাম সিয়াম। তিনি বলেন, এর আগে জিহাদ নামে আরো একজনকে আটক করেছিলো তারা। এ নিয়ে কোলকাতা সিআইডির কাছে দুজন আসামী ধরা পড়লো।
আরো পড়ুন: এক হাটের গরু অন্য হাটে নিলে আইনগত ব্যবস্থা
আনার হত্যার বিচার কোন দেশে হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিএমপি প্রধান বলেন, যেখানে ঘটনা তদন্ত সংঘটিত হয় সেখানেই তদন্ত হয়। এটি একটি সেট রুল। কিন্তু আমাদের বাংলাদেশের আইনেও বলা আছে,"বিদেশী যদি কেউ অপরাধ করে থাকে সেক্ষেত্রে সেই অপরাধীকে আমরা বাংলাদেশে এনে বিচার করতে পারি....। আমরাও তদন্ত করছি, তারাও (কোলকাতা) তদন্ত করছে। এক পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিয়ে যেকোনো জায়গায় এই বিচারটি হতে পারে।
সংসদ সদস্য আনার হত্যা মামলায় এখন পর্যন্ত দুই দেশ মিলিয়ে মোট পাঁচজন আসামী গ্রেপ্তার আছে। এর মধ্যে তিনজন বাংলাদেশে। বাকি দুইজন কোলকাতায়। বাংলাদেশে গ্রেপ্তাররা হলেন- আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভুঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভুঁইয়া, তানভীর ভুঁইয়া ও সেলেস্টি রহমান। ভারতে গ্রেপ্তার হয়েছেন জিহাদ ও আরেকজন।