সার্বজনীন পেনশন বাতিলের দাবিতে জবি শিক্ষকদের দুই ঘন্টা কর্মবিরতি

জবি প্রতিনিধি
প্রকাশ: ২৮ মে ২০২৪, ০৪:৩২ পিএম

ফাইল ছবি
সার্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে দুই ঘন্টা কর্মবিরতি পালন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তবে কোন বিভাগের পরীক্ষা থাকলে শিক্ষার্থীদের সুবিধার্থে তা সম্পন্ন করেন।
মঙ্গলবার (২৮ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত দুই ঘন্টা কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। পূর্বঘোষিত এই কর্মসূচির আহ্বান জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
শিক্ষক সমিতির সূত্রে জানা যায়, শিক্ষক সমিতি সরকারের নিকট তিনটি দাবি জানিয়েছেন। তাদের দাবি অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তন।
কর্মবিরতি পালনের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ মাশরিক হাসান বলেন, আমাদের দাবি মানতে হবে। সার্বজনীন পেনশন স্কিম বাতিল করতে হবে। দাবি না মানা হলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন কর্তৃক ঘোষিত পরবর্তী কর্মসূচির অনুরূপ কর্মসূচি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও পালন করবে। আগামী ৪ ই জুন সকাল সাড়ে ৮ থেকে দুপুর ১ টা পর্যন্ত কর্মবিরতি চলবে।
এর আগে গত রবিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে পেনশন স্কিম বাতিলের দাবিতে মানববন্ধন করেন শিক্ষকরা। এসময় তারা পেনশন স্কিমের নেতিবাচক প্রভাব তুলে ধরেন।