ওবায়দুল কাদের
বন্ধু রাষ্ট্রকে দায়ী করে ফখরুলের বক্তব্য সমীচীন নয়

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২২ মে ২০২৪, ০৮:৫৩ পিএম

ছবি: ভোরের কাগজ
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারতের কলকাতায় নির্মম হত্যাকাণ্ডের শিকার ঝিনাইদহ-৪ আসনের এমপির নিখোঁজ হওয়া নিয়ে ধোয়াশা আছে। অহেতুক বন্ধু রাষ্ট্রকে দায়ী করে বিএনপি মহাসচিবের করা বক্তব্য সমীচীন নয়।
বুধবার (২২ মে) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় তিনি এ কথা বলেন। সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় শীর্ষক এই সভার আয়োজন করে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটি।
উপ-কমিটির চেয়ারম্যান নাট্যজন আতাউর রহমানের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজহার খান, সাবেক প্রতিমন্ত্রী কেএম খালিদ, সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌসসহ উপ-কমিটির সদস্যরা।
আরো পড়ুন: জিয়াউর রহমান কাকুতি-মিনতি করে বাকশালের সদস্য হয়েছিলেন
ওবায়দুল কাদের বলেন, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র ঠিক আছে। আমাদের একজন এমপি যখন চিকিৎসার জন্য যান, তিনি কিন্তু ভারত সরকারকে জানিয়ে যান না। সেখানকার যথাযথ কর্তৃপক্ষকে জানিয়ে গেলে নিরাপত্তার ব্যাপারটি তখনই দেখা হয়। এখানে বন্ধু রাষ্ট্রের...। তিনি বলেন, মির্জা ফখরুল সাহেব বলেছেন বন্ধু রাষ্ট্রে গিয়ে নিরাপদ থাকে না। কিন্তু আপনাদের যদি শত্রু রাষ্ট্র হয় তো সালাউদ্দিন আপনাদের দলের নেতা এতদিন নিরাপদে কেমন করে আছে। তাকে তো কেউ হত্যা করেনি, জীবনের কোন হানি হয়নি। বন্ধু রাষ্ট্রকে কেন এ অপবাদ দিচ্ছেন? এই ব্যাপারটাকে নিয়ে কথায় আছে যারে দেখতে নারি তার চলন বাঁকা.. এ ধরনের উক্তি করা সমীচীন নয়।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যাকে যারা অস্বীকার করে তাদের দেয়া নিষেধাজ্ঞা নিয়ে মাথা ঘামায় না আওয়ামী লীগ সরকার। যারা সাড়ে ৩৫ হাজার মানুষকে নির্বিচারে নিষ্ঠুরভাবে বোমা মেরে গুলি করে অবিরাম হত্যা করছে, ঘোষণা দিয়ে হত্যা করছে। এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যা করছেন সেটা হিটলারের চেয়েও ভয়াবহ। কিভাবে শিশুদের টার্গেট করে হত্যা করছে এটা কি গণহত্যা নয়? আমেরিকার প্রেসিডেন্ট বলেছেন, ইসরায়েল গণহত্যা চালায়নি।
কাদের আরো বলেন, যারা গণহত্যাকে অস্বীকার করে তারা আমাদের কাকে নিষেধাজ্ঞা দিল, ভিসা নীতি দিল সে নিয়ে আমাদের মাথা ব্যাথা নেই। সেনাবাহিনী চলে তাদের নিয়মে। সেখানে কেউ অপরাধ করলে প্রমাণিত হলে ছাড় দেয়ার লোক নন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।