×

জাতীয়

‘জলদস্যুরা আমাদের দিয়ে রান্না করিয়ে খেত’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৪, ০৩:৫২ পিএম

‘জলদস্যুরা আমাদের দিয়ে রান্না করিয়ে খেত’

ছবি: সংগৃহীত

   

‘জলদস্যুরা জাহাজে দুম্বা নিয়ে এসেছিল, তারা আমাদের দিয়ে দুম্বা জবাই করিয়েছে। আমরা রান্না করতাম, কিন্তু তারা সবটুকু খেয়ে ফেলত। আবার আমাদের মজুত থাকা খাবারেও ভাগ বসাত।’ মঙ্গলবার (১৪ মে) বিকেলে এভাবেই নিজের অভিজ্ঞতার কথা জানান জাহাজের নাবিক অয়েলার আইনুল হক অভি। 

সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়া ‘এমভি আবদুল্লাহ’ জাহাজের নাবিকরা দেশে ফেরার পর জানিয়েছেন তাদের অভিজ্ঞতার কথা। ভয় আর দুশ্চিন্তায় প্রতিটি সময় কাটানো, ঈদ উদযাপন, জলদস্যুদের কাজ করে দেয়া, ঠিকমতো ঘুমাতে না পারাসহ বিভিন্ন সংকট আর অভিজ্ঞতার কথা জানিয়েছেন তারা।

জাহাজের নাবিক অয়েলার আইনুল হক অভি গণমাধ্যমকে বলেন- ‘সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ার পর এক ভিন্ন অভিজ্ঞতা অর্জন করেছি। আমরা ফ্লোরে ঘুমাতাম। মশা-মাছি থাকার কারণে রাতে ঠিকমতো ঘুম হতো না। জাহাজে সাধারণত কয়েক মাসের খাবার মজুত থাকে। জলদস্যুরা আমাদের ওই খাবারও খেয়েছে।’

চিফ কুক শফিকুল ইসলাম বলেন- ‘আমাদের জাহাজ জলদস্যুদের কবলে পড়ার খবর জানার পর আমার পরিবারের সদস্যরা খুবই কষ্ট পেয়েছে। তবে জলদস্যুরা আমাদের সঙ্গে খারাপ আচরণ করেননি। ঈদের দিন নামাজ পড়েছিলাম। তখন পরিবারের কথা খুব মনে পড়েছিল। এর চেয়ে আর বেশি কিছু বলতে চাই না। বলতে গেলে কান্না চলে আসবে।’

ওএস পদের নাজমুল হক বলেন- ‘জলদস্যুরা আমাদের কোনো ধরনের ক্ষতি করেনি, খারাপ আচরণ করেনি। তবে সব সময় অস্ত্রের মুখে জিম্মি ছিলাম। জলদস্যুদের কাছে আমরা ৩৩ দিন জিম্মি ছিলাম। এই ৩৩ দিনকে ৩৩ বছরের মতো মনে হয়েছে। অনেক কষ্টে আমাদের সময় কেটেছে। অস্ত্রের মুখে ঈদের নামাজ পড়েছিলাম। এখন পরিবারের সবাইকে দেখে চোখে আনন্দের অশ্রু চলে এসেছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App