×

জাতীয়

টেলিযোগাযোগ সেবা নিয়ে বিটিআরসির গণশুনানি বুধবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মে ২০২৪, ১২:২৫ পিএম

টেলিযোগাযোগ সেবা নিয়ে বিটিআরসির গণশুনানি বুধবার

ছবি: সংগৃহীত

   

দেশের টেলিযোগাযোগ সেবা ও নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম নিয়ে বুধবার (৮ মে) গণশুনানি করবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ৮ মে বেলা ১১টায় আগারগাঁওয়ে সংস্থাটির প্রধান সম্মেলন কক্ষে এই গণশুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সশরীরে এবং জুম প্ল্যাটফর্মের মাধ্যমে টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, গ্রাহক, বাংলাদেশের ভোক্তা সংঘ, পেশাজীবীসহ অন্যান্যরা যুক্ত থাকবেন।

বিটিআরসির পক্ষ থেকে জানানো হয়েছে, গণশুনানিতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সংস্থাটির চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে কমিশনের অন্যান্য কমিশনাররাও উপস্থিত থাকবেন।

এছাড়া সরকারি, আধাসরকারি ও স্বায়ত্বশাসিত সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তা, বিটিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তা, মোবাইল ফোন অপারেটর, টেলিযোগাযোগ সেবা প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠান, বাংলাদেশের ভোক্তা সংঘের প্রতিনিধি, তথ্যপ্রযুক্তিবিদ, শিক্ষক, গবেষক, গণমাধ্যম কর্মী, পেশাজীবী ও সুধীজনেরা তাদের মতামত জানাবেন।

এর আগে বিটিআরসির পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে গণশুনানিতে অংশ নেয়ার জন্য আগ্রহীদের রেজিস্ট্রেশন করার সময় বেঁধে দেয়া হয়। তবে নিবন্ধন করলেই এই শুনানিতে অংশ নেয়ার সুযোগ থাকছে না। কেবলমাত্র বিষয় সংশ্লিষ্ট যৌক্তিক প্রশ্ন, বক্তব্য, উপদেশ যারা দিয়েছেন এমন ব্যক্তিদেরই একটি ই-মেইল বা এসএমএস এর মাধ্যমে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তারাই সরাসরি বিটিআরসি ভবনে ও অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত গণশুনানিতে অংশগ্রহণ করতে পারবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App