এমপি আব্দুল হাইয়ের জানাজা সম্পন্ন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৪, ১২:৩৭ পিএম

ছবি: সংগৃহীত
ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের জানাজা আজ রবিবার মানিক মিয়া এভিনিউয়ের ৫নং সংসদ সদস্য ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
জানাজা শেষে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীসহ হুইপদের পক্ষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগ এবং ঝিনাইদহ অফিসার্স ফোরামের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়।
জানাজার নামাজে সংসদ সদস্য, আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মোহাম্মদপুর গ্রামে চতুর্থ জানাজা শেষে সংসদ সদস্য আব্দুল হাইকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৬ মার্চ ভোরে এমপি আব্দুল হাই ইন্তেকাল করেন। মরহুমের মরদেহ রাত ১টা ৫০ মিনিটের ফ্লাইটে থাইল্যান্ড থেকে ঢাকায় আনা হয়। পরে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার মরদেহ মানিক মিয়া এভিনিউয়ে ৫ নং সংসদ সদস্য ভবন প্রাঙ্গণে আনা হয়।