বাসাবাড়িতে এলপিজি ব্যবহারের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৩ মার্চ ২০২৪, ০৬:৫৩ পিএম

ছবি: সংগৃহীত
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বাসাবাড়িতে পাইপলাইনের গ্যাস সংকটের বিকল্প হিসেবে এলপিজি গ্যাস ব্যবহার করতে।
বুধবার (১৩ মার্চ) বিদ্যুৎ ভবনে গ্যাস সরবরাহ নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ পরামর্শ দেন।
আরো পড়ুন: আমাদের নাবিকরা নিরাপদে আছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী
তিনি বলেন, যে এফএসআরইউটি (ভাসমান টার্মিনাল) রক্ষণাবেক্ষণ চলছে। আগামী ৩০ মার্চের আগে সেটি ঠিক হওয়ার কোনো সম্ভাবনা নেই।
প্রতিমন্ত্রী আরো বলেন, আমাদের নিজস্ব গ্যাসের উৎপাদনও কিছুটা কমেছে। সব মিলিয়ে আশা করছি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে পারব। তবে রমজানে কিছু সময় বিদ্যুৎ বিভ্রাট হতে পারে। বাসাবাড়িতে যেসব এলাকায় গ্যাসের স্বল্পতা দেখা যাচ্ছে, তারা বিকল্প হিসেবে এলপিজি ব্যবহার করতে পারেন। তবে কোনো শিল্পকারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত হয়নি।