×

জাতীয়

রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২৪, ১২:২২ পিএম

রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

   

রাজধানীর মিরপুরের শাহআলীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রুহুল আমিন ওরফে আলআমিন (৩০) নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ রবিবার (১০ মার্চ) সকাল ৮টার দিকে মিরপুর মুক্তবাংলা মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা হৃদয় মিয়া জানান, তারা মিরপুর-১ গোদারাঘাট এলাকায় থাকেন । পেশায় রাজমিস্ত্রি আলআমিন আর তার সহযোগী হৃদয়। তারা সকালে মিরপুর-১ মুক্তবাংলা মার্কেটের সামনের রাস্তায় বসে ছিলেন কাজে যাওয়ার জন্য। এরপর হৃদয় সেখান থেকে একটু দূরে যান নিজের কোদাল আনতে। তার দাবি নিজে কোদাল নিয়ে আবার ফিরে এসে দেখেন আলআমিন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এবং কেউ তাকে ধরছে না। তখন তিনি আলামিনকে হাসপাতালে নিয়ে আসেন।

নিহত আলআমিনের বাবা আবুল হোসেন জানান, ‘তাদের বাড়ি বরগুনা বেতাগী উপজেলার কালকা বাড়ি গ্রামে। ভোরে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয় আলআমিন। এরপর লোক মারফত খবর পান আলআমিনকে কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। পরবর্তীতে তারা ঢাকা মেডিকেলে এসে ছেলের লাশ দেখতে পান। নিহত আলামিন ১ কন্যা সন্তানের জনক। তার স্ত্রী হিরা ৮ মাসের অন্তঃসত্ত্বা।’

তিনি আরো বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে শুনেছি আলামিনের এক সহকর্মী কোদাল দিয়ে কুপিয়ে তাকে ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়।’

আরো পড়ুন: খুলে দেয়া হলো পোস্তগোলা সেতু

শাহআলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান জানান, ‘প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, আলামিনকে তারই এক সহকর্মী কোদাল দিয়ে কুপিয়ে খুন করেছে। তবে তাকে যে সহকর্মী হাসপাতালে নিয়ে গেছে সে দাবি করেছে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আলআমিন। বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App