×

জাতীয়

ভবন তদারকিতে গাফিলতির প্রমাণ পেলে ব্যবস্থা নেয়ার দাবি এফবিসিসিআইয়ের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০২৪, ০৫:৫৯ পিএম

ভবন তদারকিতে গাফিলতির প্রমাণ পেলে ব্যবস্থা নেয়ার দাবি এফবিসিসিআইয়ের
   

বেইলি রোডে আগুনে পুড়ে যাওয়া ভবনটিতে জরুরি বহির্গমন কিংবা অগ্নিনিরাপত্তার ব্যবস্থা ছিল না। ভবন মালিককে কয়েকবার নোটিশ দেয়ার মাধ্যমে সতর্ক করা হলেও কোনো আইনানুগ ব্যবস্থা নেয়া হয়নি। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে পুড়ে যাওয়া রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবন জুড়েই ছিল খাবার ও কাপড়ের দোকান। আধুনিক সব খাবার দোকান আর নামিদামি ব্রান্ডের বিপণি বিতান থাকায় ভবনটি সর্বদা কোলাহলপূর্ণ থাকতো।

সব সময় ব্যস্ত থাকলেও ভবনটিতে জরুরি বহির্গমন কিংবা অগ্নিনিরাপত্তার কোনো ধরনের ব্যবস্থা ছিল না। এমন পরিস্থিতিতে কয়েকবার নোটিশ দেয়ার মাধ্যমে সতর্ক করা হলেও কোনো আইনানুগ ব্যবস্থা নেয়া হয়নি। যে বিষয়টি নিয়ে ব্যবসায়ী প্রতিনিধিরাও উদ্বেগ প্রকাশ করেন। 

শনিবার (২ মার্চ) সকালে ভবন পরিদর্শনে আসেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রতিনিধি দল। ভবন তদারকির দায়িত্বে থাকা সংস্থার গাফিলতির প্রমাণ পেলে ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।

পরিদর্শন শেষে এফবিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমিন হেলালী বলেন, ‘আগুন লাগা বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে যারা নোটিশ দিয়েছিল, তারা এখন শুধু ব্যবসায়ীদের দোষ দিচ্ছে। তারা নোটিশ দিয়ে দোষ শুধু ব্যবসায়ীদের ঘাড়ে তুলে দিচ্ছেন। এই ঘাড়ে তোলাতুলি বন্ধ না করলে সমস্যা সমাধান হবে না। যারা এগুলো নিয়ন্ত্রণ করবে তারা মূল অথরিটি। তাদের হাতে আইন আছে, আমাদের ব্যবসায়ীদের হাতে তো কোনো আইন নেই।’

প্রশ্ন তুলে তিনি বলেন, ‘এ ভবনে যারা ব্যবসা করতে এসেছেন তারা কি কোনো সার্টিফিকেট ছাড়া এসেছেন? সার্টিফিকেটগুলো কীভাবে পেয়েছেন? যারা ব্যবসা করতে এসেছেন তাদের সার্টিফিকেটগুলো যারা দেন তারা এতদিন কী করেছেন? আমাদের দেশ অর্থনৈতিকভাবে আগাচ্ছে ঠিকই, কিন্তু আমাদের শৃঙ্খলাগুলো রক্ষা করা হচ্ছে না। এটা সমুন্নতভাবে রক্ষা করতে হবে। এখন দোষাদোষী করে সামনে আগানোর সময় নেই।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App