বই মেলায় কমান্ডার মঈনের বইয়ের ব্যাপক সারা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫৯ পিএম

অমর ২১শে বই মেলায় ব্যাপক সারা ফেলেছে ‘মাদকের সাতসতেরো’ ও ‘কিশোর গ্যাং- কীভাবে এলো, কীভাবে রুখবো’ বই দুটি। কর্মক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতার আলোকে সচেতনতামূলক বই ২টি লিখেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বই দুটির উদ্বোধন করেন র্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। এরপর থেকে কবি প্রকাশনীর (৬৩ ও ৬৪ নম্বর) স্টলে বই দুটি পাওয়া যাচ্ছে।
বই দুটি ব্যাপক সারা ফেলেছে উল্লেখ করে কবি প্রকাশনী স্বত্বাধিকারী সজল আহমেদ বলেন, ‘শেষ সময়ে বই দুটি এলেও এর ব্যাপক চাহিদা। আগে থেকে লেখকের সুপরিচিত থাকায় অনেকে তার বই সংগ্রহ করছেন। এরইমধ্যে দুটি বইয়ের প্রায় সব সংখ্যাই বিক্রি হয়ে গেছে।'
লেখক খন্দকার আল মঈন জানান, কর্মক্ষেত্রে শত ব্যস্ততার ফাঁকে বাস্তব অভিজ্ঞতার আলোকে সচেতনতামূলক বই দুটি লেখেন তিনি। বই দুটি ব্যাপক সাড়া পাচ্ছে বলে প্রকাশনা সংস্থা জানিয়েছে তাকে।
তিনি বলেন, ছুটির দিন বুধবার বিকাল থেকে মেলায় ছিলাম। বই প্রেমীদের ব্যাপক সারা দেখেছি। প্রকাশক জানিয়েছে প্রায় সব সংখ্যাই বিক্রি হয়ে গেছে।