তথ্য প্রতিমন্ত্রী
ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট বন্ধে মন্ত্রণালয়ের কোন ক্ষমতা নেই

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪৪ পিএম

তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মোদ আলী আরাফাত বলেছেন, বঙ্গবন্ধুর পরিবারের বিভিন্ন ব্যক্তির নাম দিয়ে অনেকে ফেসবুক অ্যাকাউন্ট খোলেন এটা সত্য। অনেক সময় আমাদের চোখেও পড়ে। এখনো হয়ত সেগুলোর ইতিবাচক দিক রয়েছে, তবে এ বিষয়ে অনেক সময় অনিশ্চয়তা (আনসার্টেনিসটি)ও থাকে। সব সময় ইতিবাচক ভাবে থাকবে তা কখনো আমরা বলতে পারি না।
তবে কোন উৎস থেকে এগুলো খোলা হয়েছে তা জানা জরুরি, সংশ্লিষ্টদের বলেও দেয়া আছে এ ধরনের অ্যাকাউন্ট কোন উৎস থেকে খোলা যাবে না। তবে এ ভুয়ো ফেসবুক অ্যাকাউন্টগুলো বন্ধ করার মত কোন ক্ষমতা (ক্যাপাসিটি) তথ্য মন্ত্রণালয়ের কাছে নেই বলে জানান তথ্য প্রতিমন্ত্রী ।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে স্বতন্ত্র এমপি সৈয়দ সায়েদুল হক সুমনের এক সম্পূরক প্রশ্নের জবাবে তথ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
মোহাম্মোদ আলী আরাফাত জানান, তবে এগুলো আমরা অগ্রাধিকার ভিত্তিতে দেখবো। আইসিটি ডিভিশন, টেলিকমিউনিকেশন মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্রমন্ত্রণালয়- আন্তমন্ত্রণালয়গুলোকে সহযোগিতা (কোলাবরেশন) করে একটা পথ বের করবো যাতে এ ধরনের অ্যাকাউন্ট খোলা বন্ধ করা যায়।