আরো ২ মামলায় আমীর খসরুর জামিন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৪, ০৫:০১ পিএম

মহাসমাবেশের দিন নাশকতার ঘটনায় পল্টন ও রমনা থানার আরো দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত।
রবিবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ আদেশ দেন। তাকে প্রত্যেক মামলায় ১০ হাজার টাকা বন্ডে এ জামিন মঞ্জুর করেন আদালত। মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত এ জামিন চলমান থাকবে। এ নিয়ে ১০ মামলার আটটিতে জামিন পেলেন তিনি।
জামিন পাওয়া মামলা দুটি হলো- পল্টন থানার ২(১১)২৩ নং এবং রমনা থানার ১৯(১০)২৩ নং মামলা। এছাড়া বাকি দুই মামলার অধিকতর জামিন শুনানির জন্য আগামী ২৪ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
উল্লেখ্য, গত বছরের ২৮ অক্টোবরের বিএনপির মহাসমাবেশে নাশকতার ঘটনায় আমীর খসরুর বিরুদ্ধে মোট ১০টি মামলা হয়।