×

জাতীয়

ঢাকায় ৫ হাজার নতুন বাস নামানোর দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৪, ০২:১৩ পিএম

ঢাকায় ৫ হাজার নতুন বাস নামানোর দাবি
   

ঢাকা মহানগরীর সড়ক থেকে লক্কর-ঝক্কর সব বাস উচ্ছেদ করে নতুন ৫ হাজার উন্নত বাস নামানোর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। শনিবার (২০ জানুয়ারি) সকালে রাজধানীর রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী এই দাবি জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে স্মার্ট গণপরিবহন ব্যবস্থা করে তুলতে হবে। এই অঙ্গীকারের প্রথম ধাপ হিসেবে রাস্তা থেকে লক্করঝক্কর সব বাস উচ্ছেদ করতে হবে। ভুক্তভোগী নগরবাসী দীর্ঘ সময় ধরে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে প্রতিদিন যাতায়াত করছে। রাজধানীর যাত্রীরা বাস মালিক শ্রমিকদের ইচ্ছের কাছে জিম্মি হয়ে পড়েছে। সাধারণ মানুষ তাদের মর্যাদা নিয়ে এসব পরিমাণে যাতায়াত করতে পারছে না। সরকার সব সময় বাস মালিক ও শ্রমিকদের স্বার্থগুলো অগ্রাধিকার দিচ্ছে, যাত্রীদের সুবিধা অসুবিধা বিবেচনায় নেয় না। 

গণপরিবহনের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে মালিক সমিতির শ্রমিক সংগঠনগুলো সঙ্গে আলোচনা করা হলেও সেখানে কোন যাত্রী প্রতিনিধি রাখা হয় না। বর্তমানে ইজিবাইক অটো ভ্যান মোটরসাইকেল এখন দেশের প্রধান বাহন হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে নিরাপত্তায় ঝুঁকিপূর্ণ যানজট তৈরির উৎসব এখন স্মার্ট বাংলাদেশের সঙ্গে একেবারেই বেমানান। তাই অতি দ্রুত সব সরব থেকে লক্কর ঝক্কর বাস উচ্ছেদ করে নতুন উন্নত মানের ৫০০০ বাস নামানোর দাবি জানাচ্ছি।

তিনি আরো বলেন, বাংলাদেশ স্বল্প উন্নত দেশের কাতারে প্রবেশ করতে যাচ্ছে। বর্তমান সরকার ২০২৬ সালের মধ্যে দেশকে উন্নত দেশের কাতারে সামিল করার কথা বলেছেন। তাই দেশের প্রবেশদ্বার রাজধানী ঢাকাসহ সারা দেশের গণপরিবহন ব্যবস্থা উন্নত করতে সরকার বদ্ধপরিকর। বাংলাদেশের ইতিহাসে পরপর ৪র্থ মেয়াদে দীর্ঘ সময় ধরে দায়িত্বরত মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী যিনি ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের। তার হাতে দীর্ঘদিন এই মন্ত্রনালয়ের দ্বায়িত্ব থাকায় তিনি সড়কে বিশৃংঙ্খলা থামিয়ে স্মাট গণপরিবহন ব্যবস্থা উপহার দেবেন, যাত্রী হয়রানি ও ভাড়া নৈরাজ্য বন্ধ করবেন এমন আশায় দেশবাসী তার সুযোগ্য নেতৃত্বের দিকে অধীর আগ্রহে দীর্ঘ অপেক্ষায় আছে। 

সরকার ধারাবাহিকভাবে ৩য় মেয়াদের ক্ষমতা শেষ করে চতুর্থ মেয়াদে নতুন করে দ্বায়িত্ব নিয়েছে। সড়কের অবকাঠামো নির্মাণে দেশব্যাপী বৈপ্লবিক পরিবর্তন হলেও নতুন সরকারের চলতি মেয়াদে সড়ক পরিবহন সেক্টরে সুশাসন প্রতিষ্ঠা, সড়কে শৃংঙ্খলা, লক্কড়-ঝক্কড় যানবাহন উচ্ছেদ করে উন্নত দেশের আদলে স্মার্ট, সাশ্রয়ী ও নিরাপদ  গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার দাবি দেশবাসীর। 

তাই তিনি, নতুন সরকারের পরিকল্পনায় রাজধানী ঢাকাসহ সারাদেশে ছোট ছোট যানবাহনের পরিবর্তে সরকারি ব্যবস্থাপনায় ১টি কোম্পানীর অধীনে অথবা পিপিপির অধীনে উন্নতমানের ৫ হাজার নতুন বাস নামানোর দাবি জানান। একই পদ্ধতিতে সারাদেশে স্মার্ট বাস সার্ভিস গড়ে তোলার পরিকল্পনা নেয়ার জন্য দাবি জানান তিনি। 

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লুৎফুন্নেছা খান, সহ সভাপতি তৌহিদুল হক লিটন, যুগ্ম সম্পাদক এমএ মনিরুল হক, মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App