রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পাবনা যাচ্ছেন আজ

পাবনা প্রতিনিধি
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৪, ০৮:৪৫ এএম

চার দিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর পাবনায় এটি তার তৃতীয় সফর।
আজ সোমবার দুপুর ১২টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাবনার উদ্দেশে রওনা দেবেন তিনি। দুপুর পৌনে ১টায় তিনি পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে এসে পৌঁছাবেন। এরপর পাবনা সার্কিট হাউসে উপস্থিত হয়ে ‘গার্ড অব অনার’ গ্রহণ করবেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মুহাম্মদ মামুনুল হক স্বাক্ষরিত এক পত্রে জানা গেছে, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এই চার দিনের সফরে পাবনা প্রেস ক্লাব, পাবনা ডায়াবেটিক সমিতি, নিজের বাড়ি, শ্বশুরবাড়ি যাবেন।
এছাড়া আরিফপুর কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত এবং পুরনো বন্ধুবান্ধবের সঙ্গে নিজের ইচ্ছা অনুযায়ী সময় কাটাবেন। এরপর বৃহস্পতিবার বিকাল ৩টায় ঢাকার উদ্দেশে পাবনা ছাড়বেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।