টেকনাফে চার লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০১৮, ০৪:০৩ পিএম

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২১ কোটি টাকা মূল্যের চার লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার সন্ধ্যা ৬টায় কোস্ট গার্ডের পূর্ব জোনের একটি টহলদল সেন্ট মার্টিনে অভিযান চালিয়ে একটি নৌকা থেকে এসব ইয়াবা জব্দ করে।
অভিযান পরিচালনা করেন কোস্ট গার্ডের পূর্ব জোনের স্টেশান কমান্ডার লে. কমান্ডার জাফর ঈমাম সজিব।
জব্দকৃত ইয়াবাগুলোর মূল্য প্রায় ২১ কোটি টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড। শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কোস্ট গার্ড।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় কোস্ট গার্ডের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিনের উত্তর পার্শ্বের ডাউনে বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় একটি সন্দেহজনক নৌকাকে তল্লাশির উদ্দেশে থামার নির্দেশ দিলে নৌকাটি না থেমে সমুদ্রের কিনারায় চরে তুলে দিয়ে লোকজন পালিয়ে যায়।
পরবর্তীতে নৌকায় তল্লাশি করে কালো পলিথিনে মোড়ানো চার লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।