
প্রিন্ট: ০৪ মে ২০২৫, ০৪:২৪ পিএম
আরো পড়ুন
কুমিল্লায় ডেমু ট্রেন ও ট্রাকের সংঘর্ষ : রেল যোগাযোগ বিচ্ছিন্ন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০১৮, ১১:২২ এএম

ডেমু ট্রেনের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে কুমিল্লার বানাসোয়া ব্রিজ সংলগ্ন স্থানে ট্রেনের ৮টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেট ও চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
শনিবার সকাল ৯টা ২৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এর ফলে কুমিল্লা স্টেশনে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়েছে।
এছাড়া দুর্ঘটনায় ট্রাকটির চালক ও হেলপার আহত হয়েছেন। তাৎক্ষনিক ভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
রেলওয়ের উপসহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, রিলিফ ট্রেন এখনও আসেনি। লাইনচ্যুত বগিটি উদ্ধার করার পর এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
কুমিল্লায় ডেমু ট্রেন ও ট্রাকের সংঘর্ষ : রেল যোগাযোগ বিচ্ছিন্ন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০১৮, ১১:২২ এএম

ডেমু ট্রেনের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে কুমিল্লার বানাসোয়া ব্রিজ সংলগ্ন স্থানে ট্রেনের ৮টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেট ও চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
শনিবার সকাল ৯টা ২৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এর ফলে কুমিল্লা স্টেশনে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়েছে।
এছাড়া দুর্ঘটনায় ট্রাকটির চালক ও হেলপার আহত হয়েছেন। তাৎক্ষনিক ভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
রেলওয়ের উপসহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, রিলিফ ট্রেন এখনও আসেনি। লাইনচ্যুত বগিটি উদ্ধার করার পর এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।