×

জাতীয়

উত্তর সিটি সরে এলেও ইজারা দিচ্ছে দক্ষিণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুলাই ২০২০, ১০:০০ এএম

উত্তর সিটি সরে এলেও ইজারা দিচ্ছে দক্ষিণ

ফাইল ছবি

   
করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে রাজধানীর আফতাবনগর পশুরহাটের ইজারা থেকে সরে দাঁড়িয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সংস্থাটির মেয়র আতিকুল ইসলাম বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় হাট না বসানোর সিদ্ধান্তের কথা জানান। একইসঙ্গে ডিএনসিসির আওতাধীন তেজগাঁও ও ভাসানটেকেও এবার পশুর হাট না বসানোর কথা জানান তিনি। অথচ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আফতাবনগর হাটটির ইজারা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত বছর ঢাকা উত্তর ও দক্ষিণ দুই সিটিই যৌথভাবে হাটটির ইজারা দেয়। এর আগে আফতাবনগর হাটটি ঢাকা জেলা পরিষদের অধীনে ছিল। ফলে জেলা পরিষদ থেকে হাটের ইজারা দেয়া হয়েছিল। আফতাবনগর হাটের ইজারা নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন সরে এলেও দক্ষিণ সিটি থেকে ইজারা দেয়ার সিদ্ধান্তে জনমনে কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলছেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে যখন ঢাকা উত্তর সিটি করপোরেশন আফতাবনগরসহ তিনটি হাটের ইজারা না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে; তখন দক্ষিণের হাটটি ইজারা দেয়ার সিদ্ধান্ত নেয়া ঠিক হয়নি। বিশেষজ্ঞদের মতে, উত্তর সিটির মতো দক্ষিণেরও এখান থেকে সরে আসা উচিত। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. ইমদাদুল হক ভোরের কাগজকে বলেন, আফতাবনগর হাটটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় পড়েছে। ওই এলাকায় দক্ষিণের অনেক বাসিন্দা বসবাস করেন। ফলে হাটটি নিয়ে দুই মেয়রের মধ্যে আলোচনা হয়েছে। এরপর উত্তর সিটি করপোরেশন হাটের ইজারা থেকে সরে দাঁড়িয়েছে। এখন আমরা এককভাবে দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে হাটটি ইজারা দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটা নিয়ে বিভ্রান্তির কোনো কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, আমরা দরপত্র আহ্বানের সিদ্ধান্ত নিয়েছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App