
প্রিন্ট: ০৩ মে ২০২৫, ০৭:৫৫ পিএম
আরো পড়ুন
কামাল লোহানী করোনায় আক্রান্ত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুন ২০২০, ০৯:৩০ এএম
হাসপাতালে ভর্তি প্রবীণ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা পরীক্ষায় তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে।
কামাল লোহানীকে বুধবার (১৭ জুন) সকালে রাজধানীর হেলথ এন্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর তাঁর শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে। পরে তার করোনা পরীক্ষা করা হয়।
ছেলে সাগর লোহানী ভোরের কাগজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, হেলথ এন্ড হোপ হাসপাতালে বাবার করোনা পরীক্ষা করা হয়। বৃহস্পতিবার তার পরীক্ষার ফল পজিটিভ আসে। তিনি আরো বলেন, তাঁর বাবার উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে সিএমএইচ-এ স্থানান্তর প্রয়োজন।
কামাল লোহানী দীর্ঘ দিন থেকে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন। গত মাসেও তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
হাসপাতালে ভর্তি প্রবীণ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা পরীক্ষায় তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে।
কামাল লোহানীকে বুধবার (১৭ জুন) সকালে রাজধানীর হেলথ এন্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর তাঁর শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে। পরে তার করোনা পরীক্ষা করা হয়।
ছেলে সাগর লোহানী ভোরের কাগজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, হেলথ এন্ড হোপ হাসপাতালে বাবার করোনা পরীক্ষা করা হয়। বৃহস্পতিবার তার পরীক্ষার ফল পজিটিভ আসে। তিনি আরো বলেন, তাঁর বাবার উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে সিএমএইচ-এ স্থানান্তর প্রয়োজন।
কামাল লোহানী দীর্ঘ দিন থেকে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন। গত মাসেও তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।