সাবেক সাংসদ মকবুলের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ মে ২০২০, ১২:৫৫ এএম

সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। রাষ্ট্রপতি এক শোকবার্তায় সদ্যপ্রয়াত মকবুল হোসেনের আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আলহাজ্ব মকবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় তিনি সদ্যপ্রয়াতের আত্মার শান্তি কামনা করেন।
মকবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আওয়ামী লীগ নেতা, সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। ঈদের আগের দিন রোববার রাত ৯টার দিকে রাজধানী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। তার ব্যক্তিগত সহকারী ফজলুর রহমান তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।
প্রসঙ্গত, ১৯৯৬-২০০১ মেয়াদে ধানমণ্ডি-মোহাম্মদপুর আসনের সংসদ সদস্য মকবুল আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। করোনাভাইরাস সঙ্কটের মধ্যেই মুন্সীগঞ্জসহ বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করে যাচ্ছিলেন মকবুল।
