এবার ঢাকা ছাড়লেন ২১৪ কানাডিয়ান

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০, ১০:১৫ এএম

কাতার বিমান
করোনাভাইরাস সংক্রমণের সৃষ্ট পরিস্থিতির মধ্যেই কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়লেন কানাডার ২১৪ নাগরিক। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ৯টার কিছু সময় পর কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ছেড়ে নিজ দেশের উদ্দেশে রওনা হন তারা। বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল-আহসান বিষয়টি নিশ্চিত করেছেন ।
এর আগে বিশেষ ফ্লাইটে সোমবার ঢাকা ছেড়েছেন যুক্তরাষ্ট্রের ৩২৮ নাগরিক। তার আগে গত ৩০ মার্চ কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন যুক্তরাষ্ট্রের ২৬৯ নাগরিক, কূটনীতিক ও পর্যটক। পরে ৫ এপ্রিল যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিয়ে দ্বিতীয় উড়োজাহাজটি ঢাকা ছাড়ে।
এ ছাড়া গত ১০ এপ্রিল জার্মানির ভাড়া ফ্লাইটে ইউরোপের ১২৩, ২ এপ্রিল জাপানের ৩২৭, ২৬ মার্চ ভুটানের ১৩৯ নাগরিক এবং ২৫ মার্চ মালয়েশিয়ার ২২৫ নাগরিক দেশে ফিরে যান।