নারীনেত্রী রাখী দাশ পুরকায়স্থের মৃত্যুতে শোক

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২০, ০৪:৪৭ পিএম

রাখী দাশ পুরকায়স্থ
প্রগতিশীল নারীনেত্রী, বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা রাখী দাশ পুরকায়স্থ এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় সভাপতি রওশন আরা রুশো ও সাধারণ সম্পাদক শম্পা বসু। মঙ্গলবার (৭ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে তারা এ শোক জানান।
সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে ভারতে গোয়াহাটির এ্যাপোলো হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ লিভার সিরোসিসে ভুগছিলেন।
বিবৃতিতে বলা হয়, রাখী দাশ পুরকায়স্থ ছিলেন মুক্তিযোদ্ধা। রাখী দাশ ৬০-এর দশকের ছাত্র ইউনিয়ন নেত্রী। আজীবন তিনি প্রগতিশীল আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। তার মৃত্যুতে দেশ ও নারী সমাজ একজন সংগঠককে হারালো।