সংসদের বিশেষ অধিবেশন ২২-২৩ মার্চ, থাকছেন না বিদেশী অতিথিরা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ মার্চ ২০২০, ০৭:০৩ পিএম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষে ঘোষিত জাতীয় সংসদের বিশেষ অধিবেশন স্থগিত হচ্ছে না। তবে করোনা ভাইরাসের কারণে তা কিছুটা কাট ছাট করা হয়েছে। আগামী ২২ মার্চ সকাল ১১টায় এ বিশেষ অধিবেশন বসবে যা শেষ হবে ২৩ মার্চ। তবে বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণে ফলে বিদেশি অতিথিরা এ বিশেষ অধিবেশনে আসছেন না। অধিবেশনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতাসহ অন্যান্যরা ভাষন দেবেন। আজ বুধবার (১১ মার্চ) বিকেলে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (১১ মার্চ ) সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা উপস্থিত ছিলেন।
বৈঠকের সিদ্ধান্ত সমূহ- আগামী ২২ মার্চ সকাল ১১টায় এবং ২৩ মার্চ সকাল ১০ টায় জাতীয় সংসদে বিশেষ অধিবেশন বসবে। তবে আসছেন না বিদেশি অতিথিরা। অধিবেশনে রাষ্ট্রপতি আবদুল হামিদ বঙ্গবন্ধুর কর্মময় জীবনের ওপর ভাষণ দেবেন।
এই অধিবেশনে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এবং নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারীর ভাষণ দেয়ার কথা ছিল।কিন্তু সরকারের পক্ষ থেকে রোববার (৮ মার্চ) বলা হয়, দেশে করোনাভাইরাস দেখা দেয়ায় কোনো বিদেশি অতিথি আসছেন না। মুজিববর্ষের ১৭ মার্চের মূল অনুষ্ঠানও স্থগিত ঘোষণা করা হয়।
এর আগে ১৯৭৪ সালের ৩১ জানুয়ারি ও ১৮ জুন সংসদে বিশেষ অধিবেশন বসেছিল। যেখানে যথাক্রমে সাবেক যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট জোসেফ মার্শাল টিটো এবং ভারতের রাষ্ট্রপতি ভিভি গিরি ভাষণ দিয়েছিলেন।