সিরাজগঞ্জে কিশোরীকে গলাকেটে হত্যা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৭, ১২:০৭ পিএম
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় চায়না খাতুন (১১) নামের এক কিশোরীকে হাত-পা বেঁধে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার বেড়াখারুয়া যমুনা নদীর পাড় থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
সোমবার রাতের কোনো এক সময়ে হত্যা করে যমুনা নদীর বেড়াখারুয়ার ডিগ্রির চর এলাকায় ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায় বলে ধারণা করছে পুলিশ।
নিহত চায়না খাতুন উপজেলার সদর ইউনিয়নের ছোট বেড়াখারুয়া গ্রামের জহুরুল ইসলামের মেয়ে।
বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) সজ্জাদ হোসেন খবরের সত্যতা নিশ্চিত করে জানান, যমুনা নদীর বেড়াখারুয়া এলাকায় এক কিশোরীর হাত পা বাঁধা অবস্থায় গলাকাটা মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে অবগত করে স্থানীয়রা। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।
ওসি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে তাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।