হাজীগঞ্জে যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৭, ০১:১০ পিএম
চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশ উপজেলার কালচো সাহেব বাজার এলাকা থেকে আসাদ হোসেন (১৮) নামে এক যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে ।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে সাহেব বাজার সড়কের পাশের ফসলি জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আসাদ উপজেলার তিন নম্বর কালচোঁ ইউনিয়নের খিলপাড়ার প্রধানিয়া বাড়ির মো. রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার রাতে বাড়ির অন্য যুবকদের সঙ্গে ব্যাডমিন্টন খেলছিলেন আসাদ। এ সময় ব্যাডমিন্টন খেলার কর্ক প্রয়োজন হলে তাকে টাকা দিয়ে পাশের সাহেব বাজারে কর্ক কিনতে পাঠানো হয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুজির পর সকালে বাজারের পাশের রাস্তায় মুখে স্কচটেপ পেঁচানো অবস্থায় তার গলা কাটা মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।