অযোগ্য কমিশনকে সরে যাওয়া উচিত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৫৩ পিএম

সংসদে এমপি হারুন অর রশিদ
সদ্য শেষ হওয়া ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটারদের অনুপস্থিতির কারণে নির্বাচন কমিশনকে দায় নিয়ে পদত্যাগের দাবি জানিয়েছেন বিএনপির এমপি হারুন অর রশীদ। তিনি বলেছেন এ অযোগ্য, অপদার্থ কমিশনকে সরে যাওয়া উচিৎ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এই দাবি জানান তিনি। হারুনুর রশিদ বলেছেন, পহেলা ফেব্রুয়ারি বাংলাদেশি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল।
নির্বাচন কমিশনের দেয়া ফলাফল অনুযায়ী এই সিটি করপোরেশন নির্বাচনে মাত্র ২৪ শতাংশ ভোট পড়েছে। আরেকটি সিটিতে মাত্র ২৭ শতাংশ ভোট পড়েছে। যেখানে ওয়ান থার্ড ভোটার উপস্থিত নেই, সেই নির্বাচনের কোনো গ্রহণযোগ্যতা নেই। এখানে সিংহভাগ মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারল না তারা মতামত দিতে পারল না। এ নির্বাচনের কি কোনো বৈধতা আছে? আজকের একটি পত্রিকায় এসেছে যে ইভিএম এর ফলাফল পরিবর্তন করা হয়েছে। অথচ নির্বাচন কমিশন বলছে ইভিএমে কিছু করা যায় না।
তিনি বলেন, সংবিধান রচনার সময় বাংলাদেশের কোন নির্বাচনে যদি ৩০ ভাগের কম ভোটার উপস্থিতি হতো তাহলে সংবিধানে রাখা হতো ৩০ শতাংশ ভোটারের উপস্থিতি ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না । তাই এই সরকার এবং নির্বাচন কমিশন ভোট গ্রহণের ক্ষেত্রে টোটালি ব্যর্থ এবং অযোগ্য। এই ব্যর্থতার দায় নিয়ে নির্বাচন কমিশনের সরে যাওয়া উচিৎ । নির্বাচন কমিশন এ অবস্থা থেকে অবিলম্বে আমাদের মুক্তি দিবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।