নির্বাচন সম্পূর্ণ ইসির নিয়ন্ত্রণে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২০, ০৫:৫৪ পিএম

কে এম নুরুল হুদা/ ফাইল ছবি।
নির্বাচনীবিধিতে ইসির যা কর্তব্য সে হিসেবে আমরা কাজ করে যাচ্ছি বলে মন্তব্য্য করছেন প্রধান নির্বাচন কমিশনার কে এমন নুরুল হুদা। বৃহষ্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
বিদেশী পর্যবেক্ষকদের বিষয়ে তিনি বলেন, নির্বাচনী বিধিমালায় বলা আছে তারা ভোট পর্যবেক্ষন করতে পারবেন। তবে কেউ নির্বাচন নিয়ে কেউ মাতব্বারী করছে না। আজকের আলীগের জনসভা করাটা ঠিক হয়নি মন্তব্য্য করে সিইসি বলেন, আমাদের অনুমতি ছাড়া এধরনের জনসভা করা উচিত নয়। গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, কেউ চাঁদাবাজি, সন্ত্রাসী হলে তাকে তো গ্রেপ্তার করা হবে। তবে বাড়ি বাড়ি গিয়ে তল্রাসী বা হযরানী করা হচ্ছে না। নির্বাচনী পরিবেশ সুস্থ আছে।