×

জাতীয়

জয় বাংলা স্লোগান দিলেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২০, ০৬:২৮ পিএম

   
ছোট বোন শেখ রেহানা এবং ছেলে সজীব ওয়াজেদ জয়কে সাথে নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার মঞ্চে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১০ জানুয়ারি) বিকাল ৫টায় ঢাকার তেজগাঁও এলাকায় অবস্থিত পুরাতন বিমান বন্দরে (জাতীয় প্যারেড গ্রাউন্ড) মুজিব বর্ষ উদযাপনের ক্ষণগণনার উদ্বোধন বক্তব্য শেষ করার মুহুর্তে জয় ও ছোট বোন শেখ রেহেনাকে সাথে নিয়ে জয় বাংলার স্লোগান দেন। এ সময় বক্তব্যের শুরুতে স্বরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শখ মজিবুর রহমানকে। তার স্বরণ করেন জাতীয় চার নেতাকে। এবং মুক্তিযুদ্ধের ৩০ লাখ নির্যাতিত মা বোনদের। তিনি বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নির্দেশে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত হয়েছিল বাঙালি এবং সবাই জয় বাংলা স্লোগান দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে জাতি হিসেবে বাঙালি আত্মপরিচয় পেতে না। জাতির পিতা শেখ মজিব ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা করেন। স্বাধীনতার ঘোষণার পরপরই তাঁকে গ্রেপ্তার করে পাকিস্তানে নিয়ে নির্জন কারাগারে বন্দী রাখা হয় এবং অমানুষিক নির্যাতন চালানো হয় । প্রহসনের বিচারে ফাঁসির আসামী হিসেবে তিনি মৃত্যুর প্রহর গুনতে থাকেন। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তিনি বাঙলির জয়গান গেয়েছেন। জাতির পিতার নির্দেশে ও নেতৃত্বে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ এর ১৬ ডিসেম্বর আমরা স্বাধীনতা লাভ করি। পরাজিত পাকিস্তানি শাসক গোষ্ঠি তাকে মুক্তি দিতে বাধ্য হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App