মুজিববর্ষের ক্ষণগণনা মঞ্চে কামাল-বি.চৌধুরী

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২০, ০৬:০৬ পিএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর মুজিববর্ষের ক্ষণগণনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী (বি.চৌধুরী)। একই মঞ্চে দেখা যায় গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনকেও।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকাল ৫টায় ঢাকার তেজগাঁও এলাকায় অবস্থিত পুরাতন বিমান বন্দরে (জাতীয় প্যারেড গ্রাউন্ড) মুজিব বর্ষ উদযাপনের ক্ষণগণনার অনুষ্ঠানে মঞ্চে দেখা যায় ড. কামাল হোসেন ও ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী(বি.চৌধুরী)। মঞ্চে আরো উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরাও।
এ দিকে বিকেল ৪টা ৫০মিনিটে প্লেনের দরজা খোলা হলে ১৫০ শিক্ষার্থীর একটি দল প্রতীকী বঙ্গবন্ধুকে স্বাগত জানায়। লেজার লাইটের মাধ্যমে দরজার কাছে আলোকিত করা হয় এবং আলোটি ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নেমে লাল গালিচার মাথায় এসে থেমে যায়। এ সময় জাতীয় পতাকা নেড়ে প্রতীকী বিমানকে স্বাগত জানানো হয়।