ধানমণ্ডিতে জাল টাকা তৈরির কারখানা, আটক ২

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২০, ০১:৩৪ পিএম

রাজধানীর ধানমণ্ডিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের অভিযানে (র্যাব) কয়েক কোটি টাকার জাল নোট জব্দ করা হয়েছে। এসময় দুইজনকে আটক করে র্যাব সদস্যরা।
শুক্রবার(১০ জানুয়ারি) সকালে ‘ ধানমন্ডি ৭/এ ’র একটি ভবনের তিন তলায় এই অভিযান পরিচালনা করে র্যাব-১০ এর সদস্যরা।
র্যাব-১০ এর উপ অধিনায়ক মেজর শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘ধানমণ্ডি-৭ নম্বরের একটি ভবনের তিন তলায় জাল টাকার সন্ধান পাওয়া যায়। পরে সেখানে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। যারা দীর্ঘদিন ধরে জাল টাকা ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। জব্দ করা জাল টাকাগুলো ৫০০ শ এবং ১০০০ হাজার টাকার নোট এবং এখন পর্যন্ত কয়েক কোটি টাকা উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে টাকা তৈরির মেশিনসহ বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে বলে র্যাবের এই কর্মকর্তা ।
অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
https://www.youtube.com/watch?v=5on1eKeMQBo