×

জাতীয়

ধর্ষককে দেখলে চিনবেন ভিকটিম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০, ০৬:৩৮ পিএম

ধর্ষককে দেখলে চিনবেন ভিকটিম

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম

   

ধর্ষককে দেখলে চিনতে পারবেন কুর্মিটোলা এলাকায় ধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী। তিনি এমনটিই জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগমকে। মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা ১১টায় ঢাকা মেডিকেলে ধর্ষণের শিকার ওই ছাত্রীকে দেখে বেরিয়ে এসে নাছিমা বেগম বলেন, তার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধর্ষণের শিকার ছাত্রীর কথা হয়েছে। তিনি ধর্ষককে দেখলে চিনতে পারবেন। তার কথার ভিত্তিতে অপরাধীর একটা স্কেচ করা যেতে পারে। এতে আসামি দ্রুত শনাক্ত হবে বলেও মনে করেন নাছিমা বেগম।

ধর্ষণের সব আলামত স্পষ্ট জানিয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, মেয়েটি সাহসী। তাকে ধর্ষণের সব আলামত পাওয়া গেছে। তিনি আশা করেন, দ্রুত আসামি ধরা পড়বে। ওই ছাত্রীর বুদ্ধির প্রশংসা করে নাছিমা বেগম বলেন, ঢাবি ছাত্রী বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। আলামত নষ্ট হতে দেয়নি। এখন পরীক্ষা করে ডিএনএ মিলিয়ে প্রকৃত ধর্ষককে শনাক্ত করা কঠিন হবে না।

এদিকে ভিকটিম নিজেই পুলিশকে জানিয়েছেন, হঠাৎ গলা টিপে ধরে উঁচু করে নিয়ে যায় পাশের ঝোপঝাড়ে। তারপর পেটে লাথি ও বুকে ঘুষি মেরে মাটিতে ফেলে দেয়। তবে ওই ছাত্রী পুলিশকে আরো জানিয়েছেন, ধর্ষকের সামনের দু’টি দাঁত ছিল না।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি থাকা ওই ছাত্রীর স্বাস্থ্যের খোঁজ-খবর নিতে যান মেডিক্যাল বোর্ডের সদস্যরা । পরে মেডিক্যাল বোর্ডের সদস্যরা ওই ছাত্রীর শারীরিক কোনো সমস্যা আছে কিনা কিংবা কী সমস্যা এখন হচ্ছে জানতে চাইলে ওই ছাত্রী জানান, আমার গলায়, বুকে ও পেটে ব্যথা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App