×

জাতীয়

গরুচোর সন্দেহে ফরিদপুরে যুবককে পিটিয়ে হত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৭, ১১:০০ এএম

   
ফরিদপুরে বিক্ষুব্ধ এলাকাবাসী গরুচোর সন্দেহে মতি শেখ (২৯) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে । এ সময় এলাকাবাসী চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক পুড়িয়ে দেয়। শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ফরিদপুর সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের সাদীপুর এলাকার বেড়িবাঁধের কাছে এ ঘটনা ঘটে। নিহত মতি শেখ একই ইউনিয়নের বিলমামুদপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানায়, একটি মিনি ট্রাকে করে চার থেকে পাঁচজন ব্যক্তি বেড়িবাঁধের সড়কে আসে। তারা আশপাশের বাড়িতে থাকা গোহাইল ঘরের গরুগুলোর দড়ি খুলতে শুরু করলে এলাকাবাসীরা টের পায়। পরে স্থানীয় লোকজন জড়ো হয়ে তাদের (গরুচোরদের) ধাওয়া করলে তাদের হাতে ধরা পড়েন মতি শেখ নামের এক যুবক। এসময় অন্যরা পালিয়ে যায়। আলিয়াবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওমর ফারুক ডাবলু জানান, বিক্ষুব্ধ এলাকাবাসীর গণপিটুনিতে আহত মতিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। চেয়ারম্যান বলেন, চুরির কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি দল সেখানে গিয়ে আগুন নেভায়। ফরিদপুর কোতোয়ালি থানার ওসি নাজিমউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহ ধরে বেডিবাঁধ এলাকায় গরু চুরির প্রবণতা বেড়ে যায়। গত এক মাসে আটটি বাড়ি থেকে ১৩টি গরু চুরি হয়েছে। সর্বশেষ গত শুক্রবার রাতেও পাশের গদাধরডাঙ্গি গ্রামে গরু চুরি হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App