ফেরদৌসী প্রিয়ভাষিণীর চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৭, ০৩:১৬ পিএম
দেশের প্রখ্যাত ভাস্কর মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণীর চিকিৎসার জন্য ৯ সদস্য বিশিষ্ট মেডিক্যাল বোর্ড গঠন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়। গতকাল বুধবার বিএসএমএমইউএর মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহকে প্রধান করে এই বোর্ড গঠন করা হয়।
বর্তমানে ফেরদৌসী প্রিয়ভাষিণী আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার জ্ঞান আছে। অক্সিজেন প্রয়োজন হচ্ছে না। কিডনির অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। তিনি দীর্ঘদিন কিডনি, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং থাইরয়েড রোগে ভুগছেন।
এ দিকে গতকাল বিকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া ফেরদৌসী প্রিয়ভাষিণীকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে যান। তারা তার শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং চিকিৎসার খোঁজ-খবর নেন।