
প্রিন্ট: ০৩ মে ২০২৫, ০৮:০০ পিএম
আরো পড়ুন
টঙ্গীর বিসিক এলাকায় কারখানায় আগুন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৭, ১০:২৬ এএম
গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকায় রোপম প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং প্রাইভেট লিমিটেড কারখানায় আগুনের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে।
টঙ্গী ফায়ার সার্র্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসাকিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এখনো ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকায় রোপম প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং প্রাইভেট লিমিটেড কারখানায় আগুনের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে।
টঙ্গী ফায়ার সার্র্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসাকিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এখনো ক্ষতির পরিমাণ জানা যায়নি।