বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি বিস্ময়কর : আফ্রিকান রাষ্ট্রদূত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০১৯, ০২:৫৫ পিএম

আফ্রিকান রাষ্ট্রদূত ড. অনিল সুখলাল বলেছেন,গত ৫০ বছর ধরে বাংলাদেশ-আফ্রিকার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চলছে। শিক্ষা, ব্যবসাসহ অন্যান্য বিষয়ে দুই দেশের মধ্যে অংশীদারত্ব আরো বাড়বে। গত ১০ বছরে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি বিস্ময়কর।
আজ বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যে কূটনীতিক সম্পর্কের রজতজয়ন্তী স্মরণ অনুষ্ঠানে এ কথা বলেন।
দুই দেশের কূটনীতিক সম্পর্ক নিয়ে আশা প্রকাশ করে তিনি আরো বলেন, আমাদের সম্পর্ক আরো নতুন উচ্চতায় পৌঁছুবে।
অনুষ্ঠানটির আয়োজন করে বিআইআইএসএস। এতে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক।